মেরিডিয়ান-চ্যানেল সেরাকণ্ঠ ২০১৭ এর আসরের চ্যাম্পিয়ন রাকিবা ইসলাম ঐশী ও সঙ্গীত পরিচালক মুনতাসির তুষারের দ্বৈত কণ্ঠে গাওয়া নতুন একটি গান মুক্তি পেয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) অক্ষর রেকর্ডসের ইউটিউব চ্যানেলে 'আমি বলে যাই শুধু তোমায়' শিরোনামের এই গানটি মুক্তি পায়। রাজীব হাসানের লেখার এই গানটির সুরও করেছেন মুনতাসির তুষার। সঙ্গীতায়োজনও ছিল ভিন্নধর্মী।
রাকিবা ইসলাম ঐশী বলেন, 'আমার মৌলিক গানগুলোর মধ্যে যে কয়টা গান বেরিয়েছে, সেগুলোর মধ্যে এটি আমার বিশেষ পছন্দের একটি কাজ। সহজ কথার মিষ্টি সুরের গান এটি।'
গানটির সঙ্গীতায়োজনে ছিলেন জিসান আহমেদ ও সম্রাট আহমেদ। ভিডিও সম্পাদনা করেছেন শহিদুল অলি।
সুনামগঞ্জের মেয়ে রাকিবা ইসলাম ঐশীর গানের হাতেখড়ি খুব ছোটবেলায়। স্কুলে পড়ার সময় জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার পেয়েছেন। ২০১৭ সালে সেরাকণ্ঠে চ্যাম্পিয়ন হন তিনি। টেলিভিশনের পর্দায় ও ডিজিটাল মিডিয়ায় নিয়মিত বিভিন্ন গানের আয়োজনে দেখা যায় ঐশীকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত আছেন ঐশী।
অন্যদিকে, তরুণ সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক মুনতাসির তুষারও বেশকিছু গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে প্রশংসিত। তার সঙ্গীত পরিচালনায় কিংবদন্তি শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে 'বৃষ্টি নেমেছে' ও প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে 'মায়াময়' ব্যাপক প্রশংসা পেয়েছে। নান্দনিক এ দুই গানের জন্য তিনি ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত 'গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড'-এ পুরষ্কার পেয়েছেন। এছাড়া উদীয়মান সঙ্গীত পরিচালক হিসেবে তিনি কলকাতা থেকে পেয়েছেন 'গৌরিপ্রসন্ন মজুমদার সম্মাননা'। পরিবারিকভাবে সঙ্গীত চর্চার ঐতিহ্য বহন করা তুষারের মা মা দিলরুবা আক্তারও একজন নামী সঙ্গীতশিল্পী।
গানটি শুনতে ক্লিক করুন