শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৬

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এ কারণে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার পর্যটকবাহী জাহাজগুলো সেন্টমার্টিন থেকে ইতোমধ্যে ফিরে এসেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) টেকনাফ বা কক্সবাজার থেকে আর কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে না। আবহাওয়ার পরিস্থিতি যত দিন ভালো না হচ্ছে। তত দিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

 

 

 

ইত্তেফাক/কেকে