শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চ্যাম্পিয়নস লিগে নামার আগে ম্যানইউর বড় জয়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫১

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। তার আগে গতকাল রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামে রেড ডেভিলরা। এতে ৪-২ গোলের বড় জয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে রাখলো ম্যানইউ।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোলগুলো করেন হ্যারি ম্যাগুয়ার, ব্রুনো ফার্নান্দেজ, ফ্রেড এবং এলাঙ্গা। ক্রিস্টিয়ানো রোনালদো শুরু থেকেই একাদশে থাকলেও তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি। কে জানে হয়তো চ্যাম্পিয়নস লিগের ম্যাচের জন্য সেটা জমিয়ে রেখেছেন।

দলের জয়ে খুশি ম্যানইউ কোচ রালফ রাংনিক

প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল লিডস। বিরতির পর মাত্র ২ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে সমতায় ফিরে আসে তারা। গোল দুটো করেন রদ্রিগো ও রাফিনহা।

এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ২৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে লিডস ইউনাইটেড।

ইত্তেফাক/টিএ