স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে কৃতী শিক্ষার্থী ও ম্যারাথন বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান এবং দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার জুরাইন বালুর মাঠ এলাকায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও খাদ্য সামগ্রী তুলে দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবাহান গোলাপ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ও বদরুল আলম লাবু ফাউন্ডেশনের সভাপতি বদরুল আলম লাবু।
বদরুল আলম লাবু ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ মান্নাফি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।