রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে বেজে ওঠে জরুরি সাইরেন। এর পরের দৃশ্য এমন— শহরজুড়ে যেন শুরু হয় গাড়ির স্রোত। একটি এক্সপ্রেসওয়েতে দেখা যায়— আটকা পড়েছে অসংখ্য গাড়ি। কিয়েভ ছেড়ে পালাচ্ছেন শহরের বাসিন্দারা। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে জানিয়েছেন— কিয়েভের রাস্তায় লোকজন নেই বললেই চলে। এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিয়েভের মানুষ ব্যাগ ও স্যুটকেস নিয়ে মেট্রো স্টেশনগুলোতে ভীড় করেছে। রাস্তাঘাট ফাঁকা ও এটিএম বুথগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।