অমর একুশে বইমেলায় এবার প্রথম শুক্রবারে ছিল না ‘শিশু প্রহর’। কিন্তু আজ দ্বিতীয় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মেলার দশম দিনে ‘শিশু প্রহর’ রাখা হয়। সকাল থেকেই শিশুদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে পুরো মেলা চত্বর। নানা বয়সের শিশু-কিশোররা স্টলে ঘুরে ঘুরে দেখে নিজেদের পছন্দের বই। বইমেলায় দেখা মিলে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র হালুম, টুকটুকি, শিখু ও ইকরিদের; তাদের পেয়ে উল্লাসে মেতে উঠে শিশুরা। ছবিগুলো তুলেছেন ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।