বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৯

টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল এবং নতুন করে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মেয়র বলেন, সরকার সারা দেশে বিনামূল্যে টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন না থাকলেও শুধু লাইনে দাঁড়ালে টিকা পাচ্ছেন মানুষ। এর পরও যদি কেউ টিকা নিতে অবহেলা করে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, ডিএনসিসি এলাকায় ৫৪ ওয়ার্ডের ৪৮৬ কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে। পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। আজ যারা টিকা না নেবে, তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু হবে। 

মেয়র বলেন, ১ মার্চ থেকে ডিএনসিসির ১০ অঞ্চলে ১০ ম্যাজিস্ট্রেট নামানো হবে। কোনো দোকানদারের করোনা টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। এ ছাড়া টিকা কার্ড না থাকলে যারা নতুন করে ট্রেড লাইসেন্সের আবেদন করবেন তাদের লাইসেন্স দেওয়া হবে না।

ইত্তেফাক/এমএএম