রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘দেশের উন্নয়ন দেখে বিএনপির কোনো-কিছুই ভালো লাগে না’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, দেশের উন্নয়ন দেখে বিএনপির এখন কোনো-কিছুই ভালো লাগে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে শুধু পদ্মা সেতু নয়, অনেক ব্রিজ হবে। ইতোমধ্যে বুড়িগঙ্গার উপর দিয়ে ১০ টি ব্রিজ সম্পন্ন হয়েছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাঘার আড়ানী চক সিংগা জয়গুণ নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শাহরিয়ার আলম আরও বলেন, রাজনীতির প্রধান লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন এবং জনগণের সেবা করা। আমরা যারা শেখ হাসিনার কর্মী তারা সবাই এই আদর্শ লালন করি। 

তিনি বলেন, বাঙ্গালীর ভাগ্য এবং উন্নয়ন নিয়ে যারা ছিনি-মিনি খেলেছে তারা আর কোনোদিনও মাথা তুলে দাড়াতে পারবে না। যদি আওয়ামী লীগের তৃণমূল ঠিক থাকে। এ জন্য প্রধানমন্ত্রী দলকে সুসংগঠিত রাখার জন্য সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে দলীয় নেতাদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।