শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্পেশালাইজড নার্সিং অ্যান্ড কেয়ার গিভিং কোর্সের উদ্বোধন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৩

স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) কর্তৃক স্পেশালাইজড্ নার্সিং এবং কেয়ারগিভিং কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অন্তর্ভূক্ত কুমুদিনী নার্সিং কলেজ ও কুমুদিনী ট্রেড ট্রেইনিং সেন্টারে উক্ত কোর্সসমূহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের, সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। ‌এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, এডিবি’র বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণও এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ এখলাছুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ সূচক ভোট জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। 

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রায় ৯০ বছরের পুরনো এবং বাংলাদেশের সবচেয়ে বড় একটি সেবামূলক ও দাতব্য প্রতিষ্ঠান। বাংলাদেশে নার্সিং শিক্ষার ক্ষেত্রে এই সংস্থার অবদান সর্বজনস্বীকৃত। এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর আর পি সাহার সুদূর প্রসারী পরিকল্পনা অনুসারে এই ট্রাস্ট ১৯৭৩ সালে কুমুদিনী নার্সিং স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে নার্সিং শিক্ষাদানের সূচনা করে, যা বর্তমানে চিকিৎসা সেবা ব্যবস্থায় একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। 

পরবর্তীতে, এটি বেসরকারি খাতে প্রথম ২০০৭ সালে কুমুদিনী  নাসিং কলেজ প্রতিষ্ঠা করে, যেখান থেকে শিক্ষার্থীগণ নার্সিং-এ বিএসসি ডিগ্রি অর্জন করতে পারছে। প্রতিষ্ঠাকালে এই নার্সিং কলেজ অল্প সংখ্যক ছাত্রী নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সাথে সাথে এর চাহিদা বৃদ্ধি পেতে থাকে। চাহিদা বৃদ্ধির সাথে সাথে সুযোগ-সুবিধাও বৃদ্ধি করতে হয়। তা সত্বেও ভর্তিচ্ছু ও যোগ্য সকল ছাত্রীদের বর্তমানে ভর্তি করা সম্ভব হচ্ছেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে কুমুদিনী কমপ্লেক্সে ভ্রমণকালে বেসরকারি খাতে দেশের প্রথম পোস্ট গ্রাজুয়েট নার্সিং ইন্সটিটিউট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরই ধারাবাহিকতায় করোনা মহামারিকালে অনেক চ্যালেন্জ মোকাবেলা করে সীমিত সংখ্যক ছাত্রী নিয়ে এমএসসি ইন নাসিং কোর্স চালু করা হয়।

 

ইত্তেফাক/জেডএইচডি