শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের পোস্ট পরিচালক আটক

আপডেট : ০২ মার্চ ২০২২, ০০:৩৩

খাগড়াছড়ির জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম ডিপিপাড়া এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ মূলদলের পোস্ট পরিচালককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত দত্ত চাকমা দীর্ঘদিন থেকে ইউপিডিএফ (মূল) সশস্ত্র সন্ত্রাসী দলের একজন সক্রিয় সদস্য এবং বর্তমানে পোস্ট পরিচালকের দায়িত্বে নিয়োজিত। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি ও খুনের মামলাসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গোলাবারুদ, এক কেজি গাজা, চাঁদা আদায়ের রশিদ, চাঁদার হিসাব রেজিস্টার  ইত্যাদি উদ্ধার করা হয়।

পাহাড়ে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরণের বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগণ।

লক্ষ্মীছড়ি সেনাজোনের জোন কমান্ডার বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর চলমান অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। 

ইত্তেফাক/ইউবি