বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিক্ষার্থীদের নীলক্ষেত সড়ক অবরোধ

আপডেট : ০২ মার্চ ২০২২, ১৩:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজে স্নাতকের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করে অবরোধ করেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের দাবি, সাত কলেজের মোট আসনের মধ্যে প্রায় তিন হাজার আসন ফাঁকা রয়েছে। এই ফাঁকা আসন রেখেই ভর্তি কার্যক্রম স্থগিত করা হচ্ছে। অবিলম্বে এসব শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করতে হবে।

আন্দোলনকারীরা বলেন, বিষয় মনোনয়নের সময় উল্লেখ ছিল সাত কলেজের মোট আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি। কিন্তু চূড়ান্ত মনোনয়নের পর ২৩ ফেব্রুয়ারি হঠাৎ জানানাে হয়, সাত কলেজে মোট ২৩ হাজার ২৬২ আসনে ভর্তি নেওয়া হয়েছে। এটি যুক্তিসঙ্গত নয়। এতে শিক্ষার্থীদের প্রতি প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীদের জন্য এটি হতাশাজনক।

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন