শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ৪র্থ ধাপে ভর্তি সম্পন্ন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:০২

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ৪র্থ ধাপে প্রকাশিত মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

বুধবার ৪র্থ ধাপে ভর্তির জন্য এ (বিজ্ঞান), বি (মানবিক) ও সি (বাণিজ্য) তিন ইউনিটের শূন্য আসন থাকা সাপেক্ষে মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার এবং ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা সাক্ষাৎকার কার্যক্রম চলে। এরপর সাক্ষাৎকারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিতদের বিকাল ৪টার মধ্যে সুযোগপ্রাপ্ত অনুষদে ভর্তি নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, হাবিপ্রবিতে তৃতীয় অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেওয়ার পর এ ইউনিটে ১২৯টি, বি ইউনিটে ৪৬টি এবং সি ইউনিটে ২৮টি আসন ফাঁকা থাকা সাপেক্ষে চতুর্থ ধাপে ভর্তি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইত্তেফাক/এমএএম