শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশকে অকার্যকর করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৮:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অকার্যকর করতে দেশি- বিদেশিরা নানাভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখতে বীর মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঢাকার পশ্চিম অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ দয়ায় তিনি জীবিত রয়েছেন। আল্লাহ চেয়েছেন বলে তার হাত ধরে দেশে আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে।

বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে মিলন মেলা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। এছাড়া বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর বিক্রম), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, এাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  মফিজুল ইসলাম খান কামাল, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, সাবেক এমপি সুবেদ আলী টিপু, বিশিষ্ট শিল্পপতি ইউনিক গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর আলী, মোস্তফা জালাল মহীউদ্দিন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানম প্রমুখ বক্তব্য রাখেন।

বিকেল সাংস্কৃতি অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা, সংসদ সদস্য মমতাজ বেগমসহ দেশের জনপ্রিয় শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।

 

 

 

 

ইত্তেফাক/ইউবি