প্রেম থেকে বিয়ে। এরপর বাচ্চার খবরটাও প্রকাশ্যে এলো। মূলত এসব মিলিয়ে নায়ক শরিফুল রাজের সামনে নতুন করে ধরা দিলো বিশ্ব নারী দিবস। দিনটিতে পরীমণিকে উদ্দেশ্য করে রাজ জানালো মনের কিছু কথা। যেটা শুনে বিগলিত হলেন পরীও।
৮ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়ক রাজ পরীমণিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘তুমি অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছো এবং সেটাকে সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছো। শুধু তাই নয়, হাসির মাধ্যমে তুমি হৃদয়ের কষ্টগুলো লুকিয়েছো আমার কাছ থেকে। তুমি সত্যিকারের একজন শক্তিমান নারী। যেমনটা সচরাচর দেখা যায় না। আমার জীবন এতোটা সুন্দর হতো না, যদি না তোমাকে পাওয়া হতো। হ্যাপি ওমেন্স ডে মাই লেডি।’
শরিফুল রাজের এমন শুভেচ্ছা বার্তার জবাব দিলেন পরীও। লিখলেন, ‘অনেক সম্মানিত করেছো তুমি। অনেক ভালোবেসেছ। আমি কৃতজ্ঞ তোমার হৃদয়ের কাছে। আমার জীবনের পূর্ণতা তুমি।’
২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। এর আগে ১১ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তারা।