সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের নিচে কাটা পড়ে আলম হোসেন (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ মার্চ) সকালে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের কামারখন্দ উপজেলার চক শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম উপজেলার হায়দারপুর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা জানান, সকালে চক শাহবাজপুর এলাকায় রেললাইন দিয়ে হাটছিলেন মানসিক ভারসাম্যহীন আলম হোসেন। এ সময় সে ঈশ্বরদী থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।