বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘আপনাদের কোনো চাপ নাই, কাউকে সুবিধা দেওয়ার দরকার নাই’ 

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১:২৫

১১ জুন, ২০২১। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-২০র আবাহনী-মোহামেডান ম্যাচ। বৃষ্টিস্নাত বিকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে গিয়ে সাকিব আল হাসান স্টাম্পে লাথি মারলেন, স্টাম্প উপড়ে ফেললেন।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সহজে এ দৃশ্য বিস্মৃত হওয়ার কথা নয়। ঘরোয়া ক্রিকেটে বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ চরম আকার ধারণ করেছিল তারও আগে। পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফারণ হয়েছিল ২০১৭ সালেও। পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের প্রতিবাদে ৪ বলে ৯২ রান, ৭ বলে ৬৪ রান দিয়ে সুজন মাহমুদ, তাসনিম হাসানরা ১০ বছর নিষিদ্ধ হয়েছিলেন। আজীবন নিষিদ্ধ হয়েছিল দ্বিতীয় বিভাগ লিগের লালমাটিয়া, ফেয়ার ফাইটার্স ক্লাব। যদিও ক্ষমা চেয়ে গত বছর থেকেই লিগে ফিরেছে ক্লাব দুটি।

গত অর্ধযুগে বিসিবির সবচেয়ে বিতর্কিত বিভাগ আম্পায়ার্স কমিটি। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তর বাজে আম্পায়ারিংয়ের বিষে নীল হয়েছিল।

গতকাল বিসিবির আম্পায়ার্স কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু তাই বলছিলেন, ‘আমি যখন দায়িত্ব নিয়েছি, তখন বিগত বছরগুলোর অতীত কর্মকাণ্ড কিন্তু আমার ঘাড়ে এসে পড়েছে। মানে অনেক অভিযোগ।’

আম্পায়ার্স কমিটির ভাবমূর্তি ফেরানোর অভিযানে আছেন সাবেক এ ক্রিকেটার। প্রভাব খাটানোর কলঙ্কের অতীত মুছে দেওয়ার প্রাথমিক উদাহরণ হিসেবে মিঠু বলেছেন, ‘আমি আম্পায়ারদের বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে, আপনাদের ওপর কোনো চাপ নেই। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে চেয়ারম্যানের ক্লাব রেলিগেশনে চলে গেছে।’ নিজের ক্লাব গুলশান ইয়ুথের কথাই বলেছেন তিনি। ক্লাবটি এবার দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে নেমে গেছে।

স্বচ্ছতা, নিরপেক্ষতা আনার বিষয়ে মিঠু বলেন, ‘কিছু কাজ আমি আসার আগেই হয়েছিল। যেমন ক্যামেরা লাগানো, ভিডিও করা। তিনটা লিগ শেষ হয়েছে—তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগ ক্রিকেট লিগ। হয়তো আম্পায়াররা ভুল করেছে, ভুল হতেই পারে। তবে ইচ্ছাকৃত ভুলের পরিমাণ কমে গেছে। আমি বলব না শতভাগ, কিন্তু বলতে পারেন ৯০ ভাগ আম্পায়ারিং ভালো হয়েছে। সবাইকে সাহস দিছি, আপনাদের কোনো চাপ নাই, কাউকে সুবিধা দেওয়ার দরকার নাই। বাইরের চাপ থেকে আম্পায়ারদের সুরক্ষা দিয়েছি।’

 বিসিবির আম্পায়ার্স কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

খুব কমই অভিযোগ এসেছে আম্পায়ার্স কমিটির কাছে। মিঠু বলেন, ‘এখন ডিআরএস না থাকলে আপনি শতভাগ সন্তুষ্টি পাবেন না। আমি হাতে গুনে ৩-৪টা ক্লাবের অভিযোগ পেয়েছি। সবাই বলেছে আম্পায়ারিং নিরপেক্ষ হয়েছে।’

আগামী ১৫ মার্চ শুরু হবে ক্লাব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। যার জন্য প্রস্তুত হচ্ছে আম্পায়ার্স কমিটি। গতকাল কমিটির চেয়ারম্যান জানালেন, ‘এখন সামনে ঢাকা প্রিমিয়ার লিগ, বড় টুর্নামেন্ট, বড় চ্যালেঞ্জ, সবার আগ্রহ আছে, মিডিয়ার, দর্শকদের, ভালো মাঠে খেলা হবে। প্রিমিয়ার লিগের আম্পায়ারদের নিয়ে আজই (গতকাল) বসব। তাদের বলব, এখানে বড়, ছোট ক্লাব নাই, অফিশিয়ালদের হইচই দেখে ভয়ে সিদ্ধান্ত দেওয়া যাবে না।’

আম্পায়ারদের উদ্দেশে চেয়ারম্যানের সাফ কথা, ‘কেউ বাজে আম্পায়ারিং করলে ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে নেব।’ প্রিমিয়ার লিগকে ঘিরে গৃহীত সিদ্ধান্ত জানিয়ে মিঠু আরো বলেন, ‘আমি একটা মনিটরিং কমিটি করব, মূল্যায়ন কমিটি করব। অভিযোগ আসলে যেন ঐ কমিটি ভিডিও দেখে সিদ্ধান্ত দেয়।’

  • বিতর্কিত আম্পায়ারদের অবনমন

প্রিমিয়ার লিগে এবার দায়িত্ব পাচ্ছেন না অন্তত জনা সাতেক বিতর্কিত আম্পায়ার। যাদের বয়সভিত্তিক পর্যায়ে, নারী ক্রিকেটে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগে তারা ম্যাচ পাবেন না। মিঠু বলেন, ‘আমি মিডিয়া, ক্লাবের মাধ্যমে কিছু আম্পায়ারের নামে অভিযোগ শুনেছি। যাদের বদনাম আছে তাদের আমরা বয়সভিত্তিক পর্যায়ে পাঠিয়ে দিয়েছি। যাদের পারফরম্যান্স ভালো, তারা ম্যাচ পরিচালনা করবে।’

  • টুটুল বাদ, নতুন সদস্যসচিব

আম্পায়ার্স কমিটির সামগ্রিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে একটি নামই ছিল, তিনি সদস্যসচিব সয়লাব হোসেন টুটুল। টানা অনেক বছর দায়িত্বে থাকার পর সরানো হয়েছে তাকে। কমিটির নতুন সদস্যসচিব ওমর হোসেন রতন। তবে টুটুলকে নতুন করে পর্যবেক্ষকের চাকরি দিয়েছে বিসিবি।

  • নারী আম্পায়ার, স্কোরার তৈরির চেষ্টা

ম্যাচ রেফারি, আম্পায়ার, স্কোরারদের পারিশ্রমিক বাড়ানোর চেষ্টা করবেন নতুন চেয়ারম্যান। এজন্য কমিটিতে সব পক্ষের এক জন করে প্রতিনিধি রাখছেন। বাংলাদেশের নারী দল থাকলেও নারী আম্পায়ার, স্কোরার নেই। নারীদের এসব ক্ষেত্রে আনার পদক্ষেপ নিতে চান মিঠু। গতকাল তিনি বলেছেন, ‘আমি চাচ্ছি নারী আম্পায়ার, স্কোরার আনতে। এক জনও নারী আম্পায়ার, স্কোরার নাই। এসব জায়গায়ও নারীদের প্রতিনিধিত্ব আনতে চাই। ’

ইত্তেফাক/ ইআ