মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের নির্মিত এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জার্মানি। দেশটির দুটি সরকারি সূত্র এ খবর জানিয়েছে। একটি সূত্র জানিয়েছে, ৩৫টি যুদ্ধবিমান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বার্লিন।
এর আগে গত ফেব্রুয়ারির গোড়ার দিকে জার্মানির একটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছিল, দেশটি এফ-৩৫ কেনার দিকে ঝুঁকছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। লকহিড মার্টিন কোম্পানির তৈরি এই বিমানে আছে ‘স্টেলথ’ প্রযুক্তি। অর্থাত্ এটি উড্ডয়নের সময় শত্রুক্ষের রাডারে তার অস্তিত্ব ধরা পড়বে না। শত্রুপক্ষের বিমানের চোখে পড়ার আগেই সে নিজেই তাকে দেখতে পাবে।
প্লেনটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম—যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্হায়ও শত্রু বিমানের দিকে গুলি করতে পারবে। পাইলট শত্রু লক্ষ্যবস্ত্তর গতিবিধি চিহ্নিত করতে পারবেন, শত্রু রাডার ‘জ্যাম’ বা অকার্যকর করে দিতে পারবেন এবং আক্রমণ প্রতিহত করতে পারবেন।
তাছাড়া এ বিমানের যাবতীয় তথ্য-উপাত্ত অপারেশন কমান্ডারের সঙ্গে শেয়ার করা যাবে।