শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মোবাইলে দেখে নিন ঢাকার যানজটের তথ্য

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৯:৫৪

গুগল ম্যাপের সাহায্যে এখন খুব সহজেই যে কোনো গন্তব্যে যাতায়াত করা যায়। ঘর থেকে বের হওয়ার আগেই সেই যায়গার অবস্থান, দূরত্ব, সেখানে পৌঁছাতে কত সময় লাগবে এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সব তথ্যই পাওয়া যায় গুগল ম্যাপে। এমনকি ঘরে বসে গুগল ম্যাপের সাহায্যে সহজেই বিভিন্ন রাস্তার ট্রাফিক জ্যামের তথ্য জানা যায়।

* প্রথমে আপনার স্মার্টফোন থেকে গুগল ম্যাপ ওপেন করুন।

* এবার নির্দিষ্ট এলাকার এলাকার নাম লিখে সার্চ করুন।

উপরের লাল বিত্তে ক্লিক করুন।

* সার্চ ফলাফল দেখা গেলে ম্যাপের ডান দিকের Layers (বর্গক্ষেত্রের ওপর আরেক বর্গক্ষেত্র) আইকনে ট্যাপ করুন।

* এবার লাইভ ট্রাফিকের তথ্য জানার জন্য ট্রাফিক আইকনে ক্লিক করে পপআপ মেনু কেটে দিতে হবে।

ট্রাফিক আইকনে ক্লিক করে পপআপ মেনু কেটে দিন।

ট্রাফিক জ্যামের ধরন বোঝাতে ম্যাপে রাস্তার ওপর বিভিন্ন রঙের লাইন দেওয়া থাকে। যদি সবুজ লাইন দেখতে পান, তবে বুঝে নিন রাস্তা খালি আছে। কমলা রঙ থাকলে মাঝারি ও লাল রঙ থাকলে রাস্তায় ট্রাফিক জ্যাম বেশি বুঝতে হবে।

ইত্তেফাক/এমআর