বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বদলে গেল ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের নাম

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০৩:৪৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে এসে বদল হলো বায়োপিকটির নাম।

গতকাল ছবিটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেখা যায় পোস্টারে ছবির নাম রাখা হয়েছে ‘মুজিব’ এবং ট্যাগলাইনে লেখা আছে ‘একটি জাতির রূপকার’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবিটির নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির এমডিসহ ছবির কলাকুশলীরা।

নাম পরিবর্তন প্রসঙ্গে বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন বলেন, ‘ওয়ার্কিং টাইটেল হিসেবে বঙ্গবন্ধু নামটি ব্যবহার করা হয়েছে। তবে প্রথমেই জানানো হয়েছিল ছবিটির নাম পরিবর্তন হতে পারে। সেটাই হলো ‘মুজিব- একটি জাতির রূপকার।’

আরিফিন শুভ জানান, ছবিটি এখন পোস্ট প্রোডাকশনের টেবিলে আছে। এতে প্রচুর পরিমাণে ভিএফএক্সের কাজ রয়েছে। তাই সম্পাদনার কাজটি বেশ সময় নিয়ে হচ্ছে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন