রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

১ লাখ ইউক্রেনীয়কে আশ্রয় দিতে চায় নরওয়ে

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১২:৩৫

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের কারণে প্রাণ বাঁচাতে প্রতিদিনই দেশ ছেড়ে পালাচ্ছে বহু মানুষ। প্রায় ৩৩ লাখ ইউক্রেনীয় ইতোমধ্যে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। যাদের বেশিরভাগই অবস্থান করছেন ইউরোপের বিভিন্ন দেশে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থীদের মধ্যে ১ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে। দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের শুক্রবার (১৮ মার্চ) নরওয়েজিয়ান পার্লামেন্টে এ কথা বলেছেন।

জোনাস গাহর বলেন, লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে নরওয়ে।

রয়টার্স জানায়, নরওয়েতে এখন পর্যন্ত ২ হাজারের মতো শরণার্থী ঢুকেছে। সেখানে আরও ৫ হাজার ২৫০ শরণার্থী শিগগির প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/টিআর