শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাধ্য হয়েই রুশ পরিকল্পনার পরিবর্তন: ব্রিটিশ গোয়েন্দা

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৩:০৪

ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিস্থিতি নিয়ে তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী পরিকল্পনার পরিবর্তন করতে যাচ্ছে রাশিয়া। এতে আরও বেশি বেসামরিকের মৃত্যু হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে জানায়, ক্রেমলিন এখন পর্যন্ত তার মূল উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইউক্রেনীয় প্রতিরোধের মাত্রা দেখে বিস্মিত রাশিয়া।

আরও জানায়, রাশিয়া তার অভিযানের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এখন এ্যাট্রিশনের কৌশল অনুসরণ করছে তারা। এতে অস্ত্রের নির্বিচার ব্যবহার হতে পারে। ফলে বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পাবে। ধ্বংস হবে অবকাঠামো।

সেইসঙ্গে রুশ গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন ভ্লাদিমির পুতিন বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইত্তেফাক/টিআর