শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কম্পিউটার ড্রাইভার ব্যাকআপ নেওয়ার সহজ পদ্ধতি

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১২:২৯

ইন্টারনেট থেকে ড্রাইভার খুঁজতে এবং ডাউনলোড করতে সমস্যা হয় অনেকের। এ সমস্যাটি সমাধানের জন্য আপনি একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

ড্রাইভারম্যাক্স (Drivermax) সফটওয়্যারটির সাহায্যে কম্পিউটার ফরমেট করার আগে সমস্ত ড্রাইভারগুলো ব্যাকআপ করে নিন। ফরমেট শেষ করার পর ঐ একই সফটওয়্যারের সাহায্যে ড্রাইভারগুলো সেটাপ করে নিতে পারেন।

ড্রাইভারগুলো থেকে যদি কোন ড্রাইভার সেটাপ করা না যায়, সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি অর্থাৎ ডিভাইস ম্যানেজারে গিয়ে যে ড্রাইভারটি সেটাপ করা যায়নি সেটিকে ব্যাকআপ করা ফোল্ডার থেকে ম্যানুয়ালি সেটাপ করতে পারেন।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন