বয়সভিত্তিক ক্রিকেটে মেহেদী হাসান মিরাজকে সবাই অলরাউন্ডার হিসেবেই চিনতো। কিন্তু জাতীয় দলে তিনি বনে গেছেন ফুলটাইম বোলার। তার ব্যাটিং প্রতিভা যেন হারাতে বসেছিল। তবে আশার কথা হলো- অবশেষে নিজের ব্যাটিং প্রতিভার ঝলক দেখাতে শুরু করেছেন মিরাজ।
সেটিরই প্রতিফলন ঘটলো এবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে। ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। চার ধাপ এগিয়ে তার অবস্থান এখন আট নম্বরে। রেটিং পয়েন্ট ২৩৫।
এ তালিকায় শীর্ষেই আছেন সাকিব আল হাসান। সর্বোচ্চ ৪০৪ রেটিং নিয়ে ধরাছোঁয়ার বাইরে তিনি। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবির রেটিং ২৯৫। তৃতীয় স্থানে ইংল্যান্ডের ক্রিস ওকস, পয়েন্ট ২৮১। পরের অবস্থানগুলো যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান (২৭৬), নিউজিল্যান্ডের মিচেল সান্টনার (২৬৮), ইংল্যান্ডের বেন স্টোকস (২৬৬), পাকিস্তানের ইমাদ ওয়াসিম (২৫৬), মিরাজ (২৩৫), নিউজিল্যান্ডের জেমি নিশাম (২২৬) ও জিম্বাবুয়ের শেন উইলিয়ামস (২২৪)।