শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আর একটি ম্যাচ জিতলেই কাতারের টিকিট পাবে পর্তুগাল

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১০:১০

ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে কাতার বিশ্বকাপের সরাসরি টিকিট কাটতে ব্যর্থ হয় পর্তুগাল। এরপরই শঙ্কা জাগে, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে কাতারে দেখা যাবে তো? না কি ২০১৮ সালে রাশিয়াতেই নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন সিআরসেভেন। তাছাড়া বয়সটাও ৩৭ হয়েছে। আগামী বিশ্বকাপ আসতে আসতে তার বয়স ৪১-তে পৌঁছাবে। ওই বয়সে কেউ বিশ্বকাপে খেলবে, এমন আশা করাটাও বোকামি।

যাইহোক, আপাতত অতদূর ভাবতে হচ্ছে না রোনালদো ভক্তদের। বরং কাতার বিশ্বকাপে পর্তুগিজ অধিনায়ক খেলবেন, এমন আশা করতেই পারেন তারা। গতরাতে (২৪ মার্চ) ইউরোপ অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। সামনে ফাইনালে তাদের প্রতিপক্ষ উত্তর মেসিডোনিয়া। ওই ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে পর্তুগাল।

গতরাতে পর্তুগালের হয়ে গোল তিনটি করেন ওতাভিও, দিওগো জোতা ও ম্যাথিউস নুনেস।

ইত্তেফাক/টিএ