শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্লে-অফ সেমি জিতেও রোনালদো বললেন, কিছুই অর্জিত হয়নি

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৩:০০

কাতার বিশ্বকাপের টিকিট পেতে হলে আরও একটি ম্যাচ জিততে হবে পর্তুগালকে। এর পরই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে তারা। তার আগে গতরাতে (২৪ মার্চ) ইউরোপ অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। সামনে ফাইনালে তাদের প্রতিপক্ষ উত্তর মেসিডোনিয়া।

ফাইনাল জেতার কোনো বিকল্প নেই। আর হারলেই বাদ, ভেস্তে যাবে বিশ্বকাপ খেলার স্বপ্ন। তাইতো সেমিফাইনাল জিতেও রোনালদো বললেন কিছুই অর্জিত হয়নি। আরও কঠোর পরিশ্রম করে যেতে হবে।

টুইটার ও ইন্সটাগ্রামে দেওয়া পোস্টে পর্তুগিজ অধিনায়ক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ২০২২ বিশ্বকাপ, সেই পথে এটি আমাদের প্রথম পদক্ষেপ। কিছুই অর্জিত হয়নি, কিছুই অর্জিত হয়নি। আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং ফোকাসড থাকতে হবে। প্রতিপক্ষকে সম্মান করার পাশাপাশি আমাদের নিজেদের দক্ষতার প্রতিও বিশ্বাস রাখতে হবে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

ইত্তেফাক/টিএ