চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'স্বাধীনতা উৎসব- ২০২২' শীর্ষক ব্যতিক্রমী মেলা। মেলায় ছিল শিক্ষার্থীদের কারুশিল্প, হস্তশিল্প, খাবার এবং প্রসাধনী সামগ্রীর ১৬ টি স্টল। রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সভাপতি তাসলিমা আক্তার। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলেন। সকাল ১১টায় শুরু হওয়া মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আয়োজকরা জানান, বিভাগের যেসকল শিক্ষার্থী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখছেন তা সকলের সামনে তুলে ধরাই ছিল উক্ত উৎসবের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, আয়োজনে সহযোগী ছিল বিভাগের একমাত্র সংগঠন ব্যাংকিং ফেলোস ফর লিডারশীপ ডেভেলপমেন্ট (বিএফএলডি) ও প্রাক্তন শিক্ষার্থীরা।