শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

র‍্যাব সদস্যরা বিশেষ ‘ইনসিগনিয়া’ পাবেন

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫:৫৯

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের জন্য নতুন একটি ‘ইনসিগনিয়া’ (বিশেষ ব্যাজ) অনুমোদিত হয়েছে। গত ২১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ‘ইনসিগনিয়া’র অনুমোদন দেওয়া হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, র‍্যাব ফোর্সেস আটটি বাহিনী ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি চৌকস এলিট ফোর্স। বিভিন্ন বাহিনী থেকে আসা সদস্যেরা একটি নির্দিষ্ট সময় সেবা দিয়ে নিজ বাহিনীতে ফিরে যান। র‍্যাবের এ সম্মিলিত কার্যক্রমকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে সব র‍্যাব সদস্যের জন্য একটি ‘ইনসিগনিয়া’ অনুমোদিত হয়েছে।’

বার্তায় আরও বলা হয়, "এই ‘ইনসিগনিয়া’ প্রত্যেক সদস্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক পোশাকের সঙ্গে নিজ নিজ ড্রেস রুল অনুযায়ী পরতে পারবেন। সব র‍্যাব সদস্যের জন্য এটি অনন্য সম্মান ও গৌরবের প্রতীক।"

ইত্তেফাক/এসজেড