ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছেন। রবিবার (২৭ মার্চ) তিনি হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে পরিচালক চয়নিকা চৌধুরী ফেসবুকে জানান, ওর (পরীমণি) হিমোগ্লোবিন সেই লেভেলের লো এবং ব্লাড প্রেশারও ৮০/৬০। মাথা ঘুরে পড়ে গিয়েছিল ভয়ঙকর ভাবে। এখনো এভারকেয়ারে ভর্তি আছে সে। স্যালাইন চলছে। সঙ্গে অন্যান্য সব টেস্ট। সবাই ওর জন্যে, ওদের জন্যে প্রার্থনা করবেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়ে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার পরিচয়। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমণি ও শরিফুল রাজ তাদের বিয়ের খবর জানান সবাইকে। ওই সময়ই তারা জানান, পরীমণি মা হতে যাচ্ছেন।