কিছুদিন আগেই ‘পুষ্পা :দ্য রাইজ’ সিনেমা দিয়ে বক্স অফিস ঝড় তোলেন রেশমিকা মান্দানা ও আল্লু অর্জুন। সিনেমাপ্রেমীদের কাছে দারুণ প্রশংসিত হয় এই তারকা জুটির অভিনয়। সেই সাফল্যে নতুন বলিউড সিনেমায় যুক্ত হচ্ছেন রেশমিকা।
সন্দীপ রেড্ডি পরিচালিত ‘অ্যানিমেল’ শিরোনামের এই সিনেমাটিতে তিনি বলিউড স্টার রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করবেন। সম্প্রতি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদিও শুরুতে রণবীরের বিপরীতে পরিনীতি চোপড়ার অভিনয়ের কথা ছিল। তবে পরিনীতি নির্মাতা ইমতিয়াজ আলীর একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকায় সরে দাঁড়িয়েছেন। আর এতেই ভাগ্য খুলে গেছে রেশমিকার! এটি হতে যাচ্ছে তার তৃতীয় বলিউড সিনেমা।
এর আগে ‘মিশন মজনু’ ও ‘গুডবাই’ নামের দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও এখনও কোনো সিনেমা রিলিজ হয়নি তার।
এ প্রসঙ্গে রেশমিকা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘একটি সিনেমা প্রশংসিত এবং ব্যবসাসফল হলে কাজের পরিমাণ বাড়বে এটাই স্বাভাবিক। পাশাপাশি কাজের দায়বদ্ধতাও বেড়ে যায়। সেই জায়গা থেকে এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলাম। নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করব। আমার বিশ্বাস সবার ভালোবাসা সামনে এগিয়ে নিয়ে যাবে। আর এই সিনেমাতে কার অভিনয় করার কথা ছিল সেটা আমার কাছে মুখ্য না। আমি মনে করি, নিজের যোগ্যতা দিয়ে কাজটি পেয়েছি। নির্মাতা আমাকে চরিত্রটির জন্য উপযুক্ত মনে করেছেন। তাই নিজের কাজটি সঠিকভাবে করতে চাই।’
সিনেমাটিতে রেশমিকা-রণবীর ছাড়া আরও অভিনয় করবেন অনিল কাপুর, ববি দেওলসহ অনেকে।