গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে জাইদুল (২৪) নামের এক যুবক মারা গেছে।
বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মশাখালী গ্রামের শীলা রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাইদুল লংগাইর ইউনিয়নের টাঙ্গুন গ্রামের শারফুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মশাখালী গ্রামের শীলা রেলব্রিজ এলাকা অতিক্রম করার সময় জাহিদুল রেললাইনে উঠলে ট্রেনের নিচে কাটা পড়ে। এতে তার মাথা ও শরীর দ্বি-খণ্ডিত হয়ে যায়।