শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ডলারের আধিপত্য কমাতে পারে’

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২:১৪

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর অগণিত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এর কারণে আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের আধিপত্য কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তার নাম গীতা গোপিনাথ। তিনি আইএমএফে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত আছেন।

গীতা বলেন, ‘ইউক্রেন ইস্যুতে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়েছে। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা গুলোর কারণে আন্তর্জাতিক মুদ্রাবাজারে বিভাজন সৃষ্টি হতে পারে। এতে আধিপত্য কমতে পারে ডলারের। তবুও বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার বড় একটি অংশ থাকবে ডলার।’

তিনি বলেন, ‘ইউক্রেন ইস্যুর কারণে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থ ব্যবস্থাও জনপ্রিয় হয়ে উঠতে পারে।’

ইত্তেফাক/টিআর