বীজ উৎপাদনের জন্য ৩৫ একর এলাকাজুড়ে পেঁয়াজ লাগান নারী উদ্যোক্তা শাহিদা বেগম। ঘূর্ণিঝড় জাওয়াদের আঘাতে এর ১৫ একর নষ্ট হয়ে গেছে। এতে তার ব্যাপক ক্ষতি হয়। তবে ঘুরে দাঁড়িয়েছেন এই কৃষাণি। ক্ষতি কাটিয়ে উঠে নতুন করে ১০ একর পেঁয়াজ লাগিয়েছেন তিনি। স্বামীর সহযোগিতায় প্রায় পনেরো বছর যাবৎ বীজের জন্য চাষ করছেন পেঁয়াজ।
প্রতিদিন চার থেকে পাঁচবার ক্ষেতের পরিচর্যা করেন শাহিদা বেগম। এবার বেশ ভালো ফলন হয়েছে।
দেশের বিভিন্ন স্থান থেকে শাহিদার বেগমের পেঁয়াজ ক্ষেত দেখতে আসেন মানুষ। নিজ গ্রামবাসীরাও তার এই সাফল্যের প্রশংসা করেন। অনেকে ঘুরে ঘুরে ক্ষেতের সঙ্গে নিজেদের ক্যামেরাবন্দি করেন।
পেঁয়াজের বীজ চাষ করে আত্মনির্ভরশীল হয়েছেন এই নারী। বীজ বিক্রি করে সাবলম্বী হওয়ার পাশাপাশি অনন্য উদাহরণ স্থাপন করেছেন বাংলাদেশের ফরিদপুর জেলার শাহিদা বেগম। তার সঙ্গে কথা বলেছেন ও ছবি তুলেছেন দৈনিক ইত্তেফাকের ফটোসাংবাদিক আব্দুল গনি।