শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চবিতে অ্যানথ্রপলজি ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন 'থান্ডার্স ২৪'

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৩:৪৮
প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্ট এসিএল (অ্যানথ্রপলজি ক্রিকেট লীগ)। এতে প্রথমবারের মতো অংশগ্রহণ করে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে বিভাগটির চব্বিশতম ব্যাচের দল 'থান্ডার্স ২৪'।
 
বুধবার (৩০ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হল মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এভলিউশনারি ২১ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের থান্ডার্স ২৪ দল এতে মুখোমুখি হয়।
 
এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এভলিউশনারি ২১। এরপর ১২ ওভারে ১৮৫ রানের লক্ষ্য দাঁড় করায় তারা। পাহাড়সম রানের লক্ষ্য তাড়া করতে নামলেও থান্ডার্স ২৪ চার উইকেটে হেসেখেলে জয় লাভ করে।
 
থান্ডার্স ২৪ এর পক্ষে আবদুল্লাহ আল-মোজাহিদ ৯৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। এছাড়া নুরুল আমিন ৩টি ও মওদুদ রানা ২টি করে উইকেট নেন। প্রতিপক্ষ দলে সাজ্জাদ হোসেন দলীয় সর্বোচ্চ ৬২ রান করেন।
 
প্রসঙ্গত, গত ২৩ মার্চ এক জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে এসিএল অষ্টম আসরের পর্দা ওঠে। উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ড. খাদিজা মিতু, বিশিষ্ট নৃবিজ্ঞানী ড. রাহমান নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মোক্তার আহমেদ চৌধুরী ও মো. ফারুক হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 
ইত্তেফাক/এসটিএম