বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

দেশ ছাড়িয়ে বিদেশে সেবা দিচ্ছে ‘প্রবফ্লাই আইটি’

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০১:২০

বর্তমান ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়াসহ অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে যেসব এজেন্সি কাজ করে যাচ্ছে তারমধ্যে অন্যতম হলো এআই ডিজিটাল এজেন্সি এবং প্রবফ্লাই আইটি। এই এজেন্সি দুটি মূলত বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে থাকে।

এজেন্সি দুটির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল ইমরান জানান, তারা মূলত ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, থ্রি ডি ডিজাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সেবা, সাইবার নিরাপত্তা, অনলাইন বুক ডিস্ট্রিবিউশন, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার একাউন্ট ভেরিফিকেশনসহ এধরণের সকল কাজ করে থাকেন। ভবিষ্যতে রোবোটিক্স এবং প্রোগ্রামিং নিয়েও কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

এআই ডিজিটাল এজেন্সি’ এবং ‘প্রবফ্লাই আইটি’ অনলাইনে বেশ আগে থেকেই কমবেশি কাজ করলেও প্রাতিষ্ঠানিকভাবে এজেন্সি দুটির যাত্রা শুরু হয় ২০২১ সালে। করোনা মহামারিতে ঘরে বসেই যখন নিত্যদিনের প্রায় সব কাজ অনলাইনে চলছিলো, সেই সময়ে কিছুটা প্রয়োজনের তাগিদেই যেন এই দুটি কোম্পানি তাদের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে।

 এআই ডিজিটাল এজেন্সি এবং প্রবফ্লাই তাদের কাজ ফেসবুক পেজ এবং হোয়াটস অ্যাপ এর মাধ্যমে করে থাকে। এজেন্সি দুটি থেকে এখন পর্যন্ত বহু মানুষ সার্ভিস নিয়েছেন। তারা সকলে শুভকামনা ও কৃতজ্ঞতা জানিয়েছেন এআই ডিজিটাল এজেন্সি এবং প্রবফ্লাই আইটিকে। তারা সবাই কোম্পানি দুটির সার্ভিস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আব্দুল্লাহ আল ইমরান জানান, তারা শুধু দেশেই না বরং দেশের বাইরেও আইটি সেক্টরে কাজ করে থাকেন। বর্তমানে তাদের শ্রীলংকা, ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রের ক্লায়েন্ট রয়েছে। এই কয়েকটি দেশ ছাড়াও কোম্পানি দুটি যেন পুরো বিশ্বে ছড়িয়ে যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আব্দুল্লাহ আল ইমরান ও তার পুরো টিম।