শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউক্রেনকে আরও ৩০ কোটি ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১০:৩০

ইউক্রেনকে আরও ৩০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে দেশটি। আল-জাজিরার

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি এক বিবৃতিতে জানান,  ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়াতে তারা এ সহায়তা দিচ্ছে।

রাশিয়ার হামলার পর ইউক্রেনকে ১৬০ কোটি ডলার সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। রুশ আগ্রাসনের পর এ পর্যন্ত ৪০ লাখ ১৯ হাজার মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয়। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ গেছে পোল্যান্ডে। এ সংখ্যা ২৩ লাখের বেশি। জাতিসংঘ শরণার্থী সংস্থার সর্বশেষ হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

ইত্তেফাক/ ইউবি