শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রমজান ২০২২: এবার সবচেয়ে বেশি ও কম সময়ের রোজা হবে যেসব দেশে

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ২২:০৪

চাঁদ দেখার ওপর নির্ভর করে ইতোমধ্যে বিভিন্ন মুসলিম দেশ তাদের দেশে রোজা রাখার দিন ঘোষণা দিয়েছে। রোজার দেশ বা সাংস্কৃতি ভেদে কোনো নিয়ম নেই। বিশ্বের সকল দেশের মুসল্লিরা মোটামুটি একই নিয়মে রোজা পালন করেন। তবে, প্রাকৃতিকভাবে সূর্যের অবস্থানের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন স্থানে ও দেশে রোজা রাখার সময় কম-বেশি হয়। 

ভৌগলিক অবস্থানের ভিত্তিতেই নির্ধারিত হয় রোজার সময়। আর তাই দেখা যায়, কোথাও ২২ ঘণ্টা আবার কোথাও ১০ ঘণ্টারও কম। 

এবারে সবচেয়ে কম সময়ের রোজা যেসব দেশে 

রিপোর্ট অনুসারে, এবারের দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে। রমজানের শুরুর দিকে অঞ্চলটিতে ১১ ঘণ্টার রোজা রাখতে হবে। এছাড়া অন্যান্য শহরেও কম সময় রোজা রাখতে হবে যা হচ্ছে ১১ থেকে ১২ ঘণ্টা।

এসব শহরের মধ্যে রয়েছে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স,  দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপ টাউন এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ। 


সবচেয়ে লম্বা সময়ের রোজা যেসব দেশে 

প্রতিবেদনে বলা হয়েছে, আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকর মুসল্লিরা এবার সবচেয়ে বেশি সময় ধরে রোজা রাখবেন। ১৬ ঘণ্টা ৫০ মিনিটের বেশি দেশটির মুসল্লিদের রোজা রাখতে হতে পারে। এছাড়া পর্তুগালের রাজধানী লিসবন, ফ্রান্সের রাজধানী প্যারিস, পোল্যান্ডের ওয়ারস এবং লন্ডনে এবার ১৫ থেকে ১৬ ঘণ্টা রোজা রাখতে হবে। তথ্যসূত্র: গালফ নিউজ।  

ইত্তেফাক/এসআর

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন