আসছে ঈদকে কেন্দ্র করে এরইমধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন তারকারা। নতুন সিনেমা মুক্তি, নাটক ও টিভি অনুষ্ঠান ঘিরে তাদের বাড়তি ব্যস্ততা চলছে। সেই তালিকায় পিছিয়ে নেই চিত্রনায়ক নিরব হোসেন। একাধিক টিভি অনুষ্ঠান ও ফ্যাশন হাউজগুলোর কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। এছাড়া ‘মার্কস ডেজার্ট কুইন’ শিরোনামের একটি রান্না বিষয়ক অনুষ্ঠানের বিচারক হিসেব যুক্ত হয়েছেন। যে কারণে সপ্তাহের অর্ধেক সময় ঢাকার বাইরে কাটাতে হচ্ছে তাকে।
নিজের ব্যস্ততা নিয়ে নিরব হোসেন বলেন, ‘আসছে ঈদকে উপলক্ষে বেশকিছু অনুষ্ঠান এবং ফ্যাশন হাউজের মডেলিং নিয়ে ব্যস্ততা চলছে। ভিন্ন ভিন্ন রূপে ঈদে দর্শকদের সামনে আসছি। পাশাপাশি রান্নার অনুষ্ঠানটির কারণে ৩দিন ঢাকার বাইরে থাকতে হচ্ছে। কাজের চাপে নিজেকে এবং পরিবারকে সময়ই দিতে পারছি না।’
এদিকে ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা এখন অবধি জানা গেলেও সেই তালিকায় নেই নিরবের কোনো সিনেমা। তবে এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। যে সিনেমাগুলো এখন মুক্তির মিছিলে দাঁড়িয়ে আছে। ঈদে নিজের সিনেমা মুক্তির বিষয় জানতে চাইলে নিরব বলেন, ‘দেখুন, ‘ক্যাসিনো’, ফিরে দেখা’, ‘তিতুমীর’, ‘রৌদ্রছায়া’, ‘অমানুষ’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, এ কথা সত্য। কিন্তু মুক্তির দেওয়ার বিষয়টি তো আমার হাতে নেই। প্রযোজক-নির্মাতারা যে সময়কে উপযুক্ত করবেন তখন মুক্তি দেবেন। তাছাড়া আমাদের সিনেমা হলের সংখ্যা থেকে শুরু করে বাজারটাও কিন্তু খুব বেশি বড় না। সেই জায়গায় একটি উত্সবে কয়েকটি সিনেমা মুক্তি পাওয়াকে যুক্তিযুক্ত মনে করি না।’
এদিকে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ‘জলকিরণ’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন নিরব। একটি সাইন্স ফিকশন গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। এছাড়া সম্প্রতি ‘অসম্ভব’, ‘ফিরে দেখা’, ‘ছায়াবৃক্ষ’সহ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।
বর্তমানে একাধিক গল্পনির্ভর সিনেমায় অভিনয় করছেন নিরব। এটা কী নিজেকে ভিন্নভাবে প্রমাণের চেষ্টা, নাকি সময়ের চাহিদা?—এমন প্রশ্নে নিরব আরও বলেন, ‘দেখুন, গল্পনির্ভর কাজে এখন মনোযোগ দিচ্ছি, বিষয়টি তেমন না। আমি কিন্তু শুরু থেকে নিজেকে ভিন্ন ভিন্ন লুকেই হাজির করার চেষ্টা করছি। তাছাড়া এখন দর্শকরা এ ধরনের গল্প এবং লুক বেশি দেখতে চাচ্ছেন। সেই জায়গা থেকে সারাবিশ্বের পরিবর্তন এবং দর্শক চাহিদার কথা মাথায় রেখে অভিনয় করার করছি।’
অন্যদিকে হলে মুক্তির পাশাপাশি এখন ওটিটিতে মুক্তির প্রচলন শুরু হয়েছে। এতে চলচ্চিত্র সংকট না কমলেও বেশি দর্শক চলচ্চিত্রটি দেখতে পাচ্ছেন বলে মনে করছেন নিরব।