মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চন্দনাইশে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৯:৪১

চট্টগ্রামের চন্দনাইশে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এ রোগে বেশির ভাগ শিশু আক্রান্ত হচ্ছে। চন্দনাইশ সদর হাসপাতাল ও দোহাজারী হাসপাতালে প্রতিদিন ১০-১৫ জন ডায়রিয়া রোগী আসছে।

স্বাস্থ্য সেবা নিতে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের দীর্ঘ লাইন। সেবা দিতে গিয়ে বহির্বিভাগের ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুমা ভট্টাচার্য বলেন, প্রয়োজনীয় ওষুধপত্র মজুত থাকায় হাসপাতালে রোগীদের সেবায় কোনো অসুবিধা হচ্ছে না।

ইত্তেফাক/এমআর