বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন লাকি

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৯:৫১

কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার লাকি আক্তার (২২) নামের এক নারী একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন।

লাকি আক্তার কুলিয়ারচর উপজেলার ছয়সূতি সেমাইকান্দি গ্রামের দর্জি ফাইজুর রহমানের স্ত্রী। এরা তাদের প্রথম সন্তান বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে লাকি আক্তারকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। বুধবার ডাক্তার ইসমত আরা অপারেশন করে চার সন্তান প্রসব করান।

এ বিষয়ে লাকি আক্তারের স্বামী ফাইজুর রহমান বলেন, তিনিসহ পরিবার খুশি। তবে দুশ্চিন্তার বিষয়, বাচ্চাদের মা আইসিইউতে ভর্তি আছে।

শিশু ওয়ার্ডের মেডিক্যাল অফিসার ডাক্তার মোছা. মাহমুদা আক্তার জানান, চারটি বাচ্চার মধ্যে তিন জনের ওজনই ২০০০ গ্রাম করে। এক জনের ওজন ১৯৫০ গ্রাম। এরা সুস্থ আছে। তাদের মা অসুস্থ বিধায় আইসিইউতে আছে। বাচ্চাদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে।

ইত্তেফাক/এমআর