শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কিয়েভ ও চেরনিহিভ থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন: পেন্টাগন

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০:২৮

ইউক্রেনের কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চল থেকে এখন রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৬ এপ্রিল) পেন্টাগনের কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘কিয়েভ ও চেরনিহিভ অঞ্চলে থাকা রুশ সেনা প্রত্যাহার করে পুনরায় বেলারুশ ও রাশিয়ায় মোতায়েন করা হয়েছে।’

পরে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা এখন কিয়েভ কিংবা তার আশেপাশে এবং চেরনিহিভ কিংবা তার আশেপাশে আর কোনও রুশ সেনা দেখতে পাচ্ছি না’।

তিনি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। তিনি প্রকৃতপক্ষে কেবল ছোট জনগোষ্ঠীর কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়েছেন, এমনকি তারা খারকিভ দখল করেনি।

ইত্তেফাক/টিআর