বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে রোহিঙ্গা নারী আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২২:২০

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে সাজিদা বেগম নামে এক নারীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে ওই দম্পতির বাসায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।

নিহত মো. সৈয়দুর রহমান (৩২) টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পের ব্লক-সি/২ এর হামিদুর রহমানের ছেলে। হত্যায় ব্যবহৃত একটি দা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সাজিদাকে আটক করেছে পুলিশ।

এসপি তারিক জানান, বেশ কিছুদিন ধরে সাজিদা বেগম (২৩) ও সৈয়দুর রহমানের (৩২)  মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। জুমার নামাজের পর বাড়িতে ঘুমাচ্ছিলেন সৈয়দুর। বিকেল ৩টার দিকে সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় দা-দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সাজিদা। আশপাশের রোহিঙ্গারা সৈয়দকে ক্যাম্প অভ্যন্তরের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর এপিবিএন সদস্যরা সাজিদাকে আটক করে।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

ইত্তেফাক/ইউবি