দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারছেন না। সঙ্গে টানা হারে দলটাও ডুবতে বসেছে।
রেলিগেশনের চোখ রাঙানি মোহামেডানের সামনে। ৮ ম্যাচে তাদের জয় মাত্র ৩টি। গতকাল রূপগঞ্জ টাইগার্সের কাছে হেরেছে মোহামেডান। ম্যাচে দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেছেন মাহমুদউল্লাহ।
ইনিংসের ৩৭তম ওভারে আউট হয়ে মাঠকর্মীদের ওপর মেজাজ হারান মাহমুদউল্লাহ। উইকেট স্লো থাকায় বিরক্ত এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পরে হতাশার তীব্রতায় প্রবেশের আগ মুহূর্তে ড্রেসিংরুমের দরজায় লাথি মেরেছেন মাহমুদউল্লাহ। যদিও এই ঘটনায় হয়তো কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না তাকে।