বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর বিরুদ্ধে ঘুমন্ত স্ত্রীকে হত্যার অভিযোগ 

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬:৩৪

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর বিরুদ্ধে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। ১৬-এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. ইয়াছিনকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। সে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ডি ব্লকের ৭১১/১ শেডের বাসিন্দা কালু হাজীর ছেলে। নিহত পারভীন আক্তার (১৮) একই ব্লকের বশির আহমেদের মেয়ে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করছেন এপিবিএন অধিনায়ক।

মো. তারিকুল ইসলাম তারিক জানান, পারিবারিক কলহের জেরে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এ খবর পেয়ে ক্যাম্পের এপিবিএনের অফিসার ও ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামী ইয়াসিনকে আটক করে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

জিজ্ঞাসাবাদে স্বামী স্বীকার করেছেন পারিবারিক কলহের জেরে তিনি স্ত্রীকে হত্যা করেছেন। 

ইত্তেফাক/এএএম