শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানীসহ ৬ বিভাগে হতে পারে শিলাবৃষ্টি

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৩:১৭

রাজধানীসহ দেশের ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট, ময়মনসিংহ ও রংপুরের কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা চট্টগ্রামের বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৩ দশমিক ৮, ময়মনসিংহে ৩০ দশমিক ৫, চট্টগ্রামে ৩৩ দশমিক ২, সিলেটে ২৯ দশমিক ২, রাজশাহীতে ৩৬ দশমিক ১, রংপুরে ২৭ দশমিক ০, খুলনায় ৩৪ দশমিক ৪ এবং বরিশালে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন