শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নানা অয়োজনে বরিশালে বর্ষবরণ

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৭:০৬

বরিশালে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় সিটি কলেজ মাঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসবের সূচনা করে চারুকলা বরিশাল। অতিথিদের হাতে রাখি পরিয়ে চারুকলার শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সকাল ৯টার দিকে বিএম স্কুল প্রাঙ্গণ তেকে মঙ্গল শোভাযাত্রা বের করে উদীচী। বিএম স্কুল মাটে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে উদীচী ও বরিশাল নাটক।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দার সহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সার্কিট হাউজে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। 

ইত্তেফাক/এমআর