বুধবার, ৩১ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রমনা বটমূলে বোমা হামলায় মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার 

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ২১:৪৩

রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখে অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে র‌্যাবের  আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য  নিশ্চিত করেন।

তিনি বলেন, রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলামকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করা হয়েছে। শফিকুল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলারও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ইত্তেফাক/ ইউবি