শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তালেবান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা চান ফরাসি এমপিরা  

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২০:০৬

ষষ্ঠ শ্রেণির ওপরের ক্লাস রয়েছে, মেয়েদের ক্ষেত্রে এমন স্কুলগুলি বন্ধ রেখেছে আফগানিস্তানের তালেবান সরকার। এর প্রেক্ষিতে তালেবান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের সংসদ সদস্যরা।

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ও স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির ৫০ জনের বেশি এমপি তালেবান কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। 

চিঠিতে লেখা হয়েছে, তালেবান আফগানিস্তান দখলের পর থেকে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তালেবা ক্ষমতা নেওয়া পর বিশেষ করে স্কুল থেকে মেয়ে শিক্ষার্থীদের বঞ্চিত, কর্মক্ষেত্র থেকে নারীদের বঞ্চিত ও নারীদের একা ভ্রমণে নিষেধাজ্ঞা জারির মতো নির্দেশ দিয়েছে।

এ কারণে আমরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে তালেবান কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ইত্তেফাক/এসআর