রাজশাহীর বাগমারায় দৌঁড়ে ব্রিজ পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। তার নাম পলাশ উদ্দিন (২২)। তিনি গোয়ালকান্দি ইউনিয়নের কোনাবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পলাশ উদ্দিন বীরকুত্সা রেলওয়ে স্টেশন সংলগ্ন রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে পার্শ্ববর্তী আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে চাঁপাইগামী পার্বতীপুর আন্তঃনগর দ্রুতযান ট্রেন আসতে দেখে তিনি দৌঁড় দিয়ে ঐ স্টেশনসংলগ্ন শোলাকুরা ব্রিজের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পা পিছলে রেললাইনের ওপর চিত হয়ে পড়ে গেলে চলন্ত ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।