শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ওয়েব সিরিজে প্রথমবার শ্রদ্ধা কাপুর

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২১:৪৯

ক’দিন আগেই চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর আমিশ ত্রিপাঠির শিবা ট্রিলজি ‘দ্য ইমর্টালস অফ মেলুহা’ অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। বর্তমানে সিরিজটির অভিনেতা-অভিনেত্রী নির্বাচন চলছে। সিরিজটিতে সতী চরিত্রে দেখা যেতে পারে বলিউড তারকা শ্রদ্ধা কাপুরকে। এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

জানা গেছে, সিরিজটিতে সতী চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই চরিত্রের জন্য শ্রদ্ধাকেই উপযুক্ত মনে করছেন নির্মাতা। তবে শুধু শ্রদ্ধা নয়, অভিনেত্রী কৃতি শ্যাননও নির্মাতার পছন্দের তালিকায় রয়েছেন।

সম্প্রতি এই দুই অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকও করেছেন শেখর কাপুর। এমনকি লুক টেস্টও করা হয়েছে তাদের। দু’জনের সঙ্গে আলোচনা করায় কে হবেন সতী এ নিয়ে কিছুটা ধোঁয়াসাও তৈরি হয়েছে। মূলত শিব চরিত্রের ওপর নির্ভর করবে কে হবেন সতী। অথচ এখনও শিব চরিত্রের অভিনেতা খোঁজার কাজ শেষ করতে পারেনি নির্মাতা।

শ্রদ্ধা কাপুর। ছবি: ইনস্টাগ্রাম

এ নিয়ে শ্রদ্ধা ভারতীয় গণমাধ্যেমে বলেন, ‘ওয়েব সিরিজে কাজের ইচ্ছে আমার বরাবরই রয়েছে। অপেক্ষায় ছিলাম ভালো একটি চরিত্রের। শেখর কাপুরের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। আমিই সতী চরিত্রে থাকছি এটাও বলা যাবে না। কারণ কৃতিও আছে এই তালিকায়। তবে সবকিছু মিলে গেলে আমাকে প্রথমবার ওয়েব সিরিজে দেখবে দর্শকরা।’

শ্রদ্ধাকে শিগগিরই রণবীর কাপুরের সঙ্গে লুভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় দেখা যাবে। এছাড়া ‘চালবাজ ইন লন্ডন’সহ বেশ কয়েকটি সিনেমা কাজ হাতে রয়েছে এই অভিনেত্রীর।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন