জন্মদিনের মতো বিশেষ দিনটি কেই-বা ভুলতে চায়! তবে রুশ টেনিসকন্যা মারিয়া শারাপোভার ৩৫তম জন্মদিনটি মনে রাখবেন আরও একটি ভিন্ন কারণে। এদিনই যে সবাইকে জানিয়ে দিলেন প্রথম বারের মতো মা হতে চলেছেন তিনি।
গতকাল ইনস্টাগ্রামে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেন শারাপোভা। সেই ছবি আর ক্যাপশনের মাধ্যমে তিনি যা বোঝাতে চেয়েছেন, তা আর বুঝতে বাকি নেই কারোর। ক্যাপশনে সাবেক এই টেনিসকন্যা লেখেন, ‘মূল্যবান শুরু! দুজনের জন্য জন্মদিনের কেক খাওয়াটা বরাবরই আমার বিশেষত্ব।’
২০১৮ সাল থেকে ব্রিটিশ ব্যবসায়ী অ্যালেক্সান্ডার গিলকসের সঙ্গে সম্পর্কে আছেন শারাপোভা। দুই বছরের মধ্যেই বাগ্দান সেরে নেন তারা। এবার প্রস্তুত হচ্ছেন নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য। গিলকসের আগে বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ (২০১২-২০১৫) ও সাশা ভুজাচিচের (২০০৯-১২) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শারাপোভা।